মস্তবড় জ্ঞানী
সাইয়িদ রফিকুল হক


অনেককিছু বুঝতে পারো
ভাবছো তুমি জ্ঞানী,
বিদ্যাজাহাজ অচল তোমার
হালে নাই যে পানি!
মস্তবড় জ্ঞানী তুমি
জ্ঞান যে অনেক গভীর,
তবুও দেখি চিন্তা তোমার
সবই এখন স্থবির!
তোমার কথা শুনলে নাকি
দেশের হবে লাভ!
এখন দেখি দেশের ক্ষতি
এই তো তোমার ভাব।
নিজের ঢোলটা নিজেই তুমি
বাজাও ভীষণ জোরে,
জ্ঞানের রাজ্যে লাভ হবে না
আত্মপ্রচার-শোরে।
জ্ঞানী তুমি মস্তবড়
খায় না তবুও লোকে,
তোমার এমন জ্ঞান যে ভাই
মরবে জাতি শোকে!



সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
১৬/১০/২০১৭