মমতাময়ী
সাইয়িদ রফিকুল হক


দম ফাটানো আর তো হাসি
আসে নাকো বন্ধু,
তাঁর অভাবে ঘরখানি আজ
শূন্য মনে হয় শুধু।


হাসিমুখে দরজাখানি
খোলে নাতো কেহ,
তাঁর অভাবে অবসাদে
যাচ্ছে ভরে দেহ।


প্রতিদিনের সূর্যখানি
হঠাৎ গেছে ডুবে,
অন্ধকারের হাতছানি তাই
দেখছি এখন পুবে।


সারাদিনের শেষে যখন
ফিরছি নিজের ঘরে,
কেউ বলে না ‘ফিরলি কেন
আজকে এতো পরে’?


ঘরের মতো আছে ঘরখান
নাই যে ঘরের স্নেহময়ী,
আজকে বুঝি মা যে ছিল
কত-ভীষণ মমতাময়ী।


সাইয়িদ রফিকুল হক
১৭/১০/২০১৮