মন যদি কাঁদে বন্ধু
সাইয়িদ রফিকুল হক


মন যদি কাঁদে বন্ধু
তবে দেহটিকে হাসিয়ে-সাজিয়ে
লাভ কী বলো বন্ধু?


মনটিকে হাসিয়ে মনটিকে সাজিয়ে
তুমি হাসতে পারো চিরদিনের জন্যে।
মনের অসুখ যদি তোমার না সারে বন্ধু
তবে দেহ পরিপাটি করে লাভ কী বলো?
অনেক দামি পোশাকে সারে না বন্ধু
মনের কালব্যাধি,
মনটিকে শুচিতার শীতল জলে ধুয়েমুছে
তুমি হতে পারো চিরসুখী।


মন যদি কাঁদে বন্ধু
নীরবে-নিভৃতে-গোপনে-সংগোপনে
তবে কী সুখ পাবে তুমি মিথ্যা কৌলীন্যে?
তারচে বন্ধু
শুদ্ধতার অতল জলে ডুবে-ডুবে তুমি
হতে পারো শুদ্ধতম,
মিলবে তবে তোমার চিরস্থায়ী মুক্তি।


মন যদি কাঁদে বন্ধু
তবে কোরো না দেহের পূজা,
এবার সারাও তোমার মনের অসুখ,
আর চিরতরে দূর করো মনের কালব্যাধি।



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০২/০৮/২০১৭