মনের রাণী
সাইয়িদ রফিকুল হক


গোলাপফুলের এমন কী আর
আছে সুবাসখানি,
তোমার দেহের মধুঘ্রাণ
পাচ্ছি মনের রাণী!
মোহন-মধুর হাসি তোমার
বিজলী ছটা যেন,
মাঝে তবুও তোমার মুখে
বিষাদ দেখি কেন?
তুমি হলে ফুলের রাণী
ফুল যে তোমার দাসী,
ফুলের মতন চিরকালীন
হয় না কেন হাসি?
গোলাপফুলের সুবাসখানি
যায় যে মিলায় দূরে,
তুমি ওগো মনের রাণী
থাকবে চির অন্তঃপুরে।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২০/০৪/২০১৭