মূর্তি তোমার বুকে
সাইয়িদ রফিকুল হক


মূর্তি কোথায়? মূর্তি কোথায়?
মূর্তি তোমার বুকে,
মিছেই তুমি মূর্তি-ভাঙ্গার
করছো মিছিল মুখে!
তোমার বুকে জমছে কত
শয়তানেরই মূর্তি,
তবুও তুমি করছো ধারণ
কীর্তি-ভাঙ্গার মূর্তি!
বুকের ভিতর মূর্তি রেখে
ঘুরছে কত শয়তান,
ওরাই এখন কীর্তিনাশে
করছে গরম ময়দান!
শয়তানেরা বাঁধছে এখন
ধর্ম-নামে জোট,
আসলে যে ধর্ম নয়
দরকার ওদের ভোট!
ধর্ম-নামে ভণ্ডগুলো
করছে দেশের ক্ষতি,
রাষ্ট্র যেন করে নাকো
দয়ামায়া ওদের প্রতি।
মূর্তি কোথায়? মূর্তি কোথায়?
মূর্তি তোদের বুকে,
মিছেই কেন মূর্তি-ভাঙ্গার
করছিস নাটক মুখে?


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২২/০৪/২০১৭