নেতা কাকে বলে
সাইয়িদ রফিকুল হক


তুমি দেশকে ভালোবাসবে না,
তুমি মানুষকে ভালোবাসবে না,
তবুও তুমি নেতা হয়ে যাবে!
তুমি নেতা হতে চাও?
তাইলে পড় আমাদের জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমগ্র।
তিনি রাজনীতি করেছেন মাত্র তেইশ বছর,
আর দেশের জন্য জেল খেটেছেন ১৪ বছর!
আর তুমি? কী করেছো তুমি?
তুমি এখনও দেশের জন্য
আর দেশের মানুষের জন্য কিছুই করোনি!
তবুও তুমি রেডিমেট নেতা হতে চাও!
তোমার লজ্জা করে না? একটু লজ্জা করে না?
তোমার মধ্যে কেন মনুষ্যত্ব জাগ্রত হয় না?
কেন তুমি এখনও বঙ্গবন্ধু শেখ মুজিবপাঠ কর না?
তাইলে বুঝতে নেতা কাকে বলে।
তুমি যদি নেতা হতে চাও
তাইলে তোমাকে সবার আগে জানতে হবে
আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ইতিহাস,
জনকের ইতিহাস পড়ে জানবে তুমি নেতা কাকে বলে।
তুমি টাকার জোরে ক্ষমতার দাপটে নেতা হতে চাও!
তুমি পাষণ্ড, তুমি নরাধম, তুমি নরপশু,
তাই তুমি এতো শটকার্টে নেতা হতে চাও!
ধিক্ তোমাকে ধিক্, থুথু তোমাদের মুখে,
আর শত ধিক্ তোমাদের মতো নরপশুদের।
তুমি মানুষ নও, তুমি ভণ্ডশয়তান,
তাই খুব সহজে আজ নেতা হতে চাও,
এবার তুমি একটু মানুষ হও ভণ্ড।
আর যদি কখনও নেতা হতে চাও
তবে আমাদের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের মতো হও।


সাইয়িদ রফিকুল হক
০৯/০১/২০১৮