নিশ্চিন্তপুর চলো
সাইয়িদ রফিকুল হক


তোমার চোখে জল দেখেছি
কিন্তু কীসে বলো,
মনের দুঃখ ঝেড়ে ফেলে
নিশ্চিন্তপুর চলো।
দুঃখ করে লাভ কী বলো?
দুঃখ নিজের ক্ষতি,
তারচে ভালো ঠিক কর গে
নিজের মতিগতি।
নিজের ভুলে কাঁদবে কত
নিজের ক্ষতি করে,
ভুলের মাশুল দিতে হবে
সারাজীবন ভরে?
ভুলগুলোকে লাথি মেরে
দাও না ঝেড়ে ফেলে,
স্বপ্নগুলো রঙিন হয়ে
উড়বে ডানা মেলে।
তোমার চোখে জল দেখেছি
ফেলো এবার মুছে,
চোখের জলে হয় না কিছু
দেখো জ্ঞানী-পুছে।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৭/০৫/২০১৭