অনেককিছু বলার ছিল
সাইয়িদ রফিকুল হক


অনেককিছু বলার ছিল
সময়মতো বলতে পারি নাই,
মোহন মিয়ার বাঁশতলাতে
নিঃস্ব হয়ে বসে আছি তাই!
মনে ছিল হাসির নদী
থমকে গেছে আজকে সবি,
চোখের সামনে ঝাপসা এখন
তোমার সুন্দর মুখের ছবি!
মন যে বলে কেমন করে
মরে গেল প্রেমের আবেগ,
এখন দেখি মনআকাশে
জমছে শুধু জটিল মেঘ!
অনেক কিছু বলার ছিল
সময়মতো বলতে পারি নাই,
ভগ্নমনে বসে আছি—
মোহন মিয়ার বাঁশতলাতে তাই!


সাইয়িদ রফিকুল হক
২৮/০৭/২০১৮