ফোটাও সাধের ফুল
সাইয়িদ রফিকুল হক


তোমার মনে কাঁটা ছিল
আর যে ছিল ভুল,
তাই না দেখে ঝরে গেল
আমার হাতের গোলাপফুল!
মনটা তোমার বিষের পুঁটলি
হয় না ফুলের চাষ,
নরককুণ্ডে জেনেশুনে
কে করবে বসবাস?
বুকের ভিতর এবার থেকে
ফোটাও সাধের ফুল,
ছোট্ট একটা জীবন নিয়ে
আর কত করবে ভুল?



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৯/১১/২০১৬