তোমার এখন অনেক আছে
সাইয়িদ রফিকুল হক


তোমার এখন অনেক আছে
আছে অনেক প্রেমিকজন!
আমার কথা শোনার মতো
আছে তোমার মন?


এখন আমার কোনোকিছুই
ভাল্লাগেনা তোমার কাছে,
ভালোলাগার অনেককিছুই
এখন তোমার আছে!


পোশাক-বদল করার মতো
করছো প্রেমিক-বদল,
মনটা তোমার অনেক বড়
করছে সবাই দখল!


অনেক আশায় তোমার কাছে
গিয়েছিলাম ছুটে,
ফুল ফোটারই অনেক আগে
হৃদয় গেল টুটে!


মনটা তোমার বিশালবড়
যেন খেলার মাঠ,
তাইতে দেখি তোমার মনে
বসলো চাঁদের হাট!


একটা প্রেমিক ছিলাম আমি
ছিলাম কত ভালো,
অন্ধজনে চেনে কি আর
এমন সুন্দর আলো?


মনটা তোমার ধোলাইখাল
আর যে ভীষণ যাচ্ছেতাই,
ভালোবাসার গোলাপ হয়ে
পেলাম নাতো ঠাঁই!


তোমার মনে অনেক ব্যাধি
সারবে কেমন করে?
বাঁচার আশা নাই যে তোমার
পাপের রশি ধরে!


ভণ্ডগুলো তোমার পাশে
জুটছে ভ্রমর হয়ে,
থাকবে না কেউ দুদিন পরে
বাসী-ফুলটা লয়ে!


তোমার এখন অনেক প্রেমিক
আসছে আরও ছুটে!
মাঠের মতো হৃদয় তোমার
নিচ্ছে সবাই লুটে!


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
৩০/০৬/২০১৬