বৃষ্টিদিনের কাব্য-১
সাইয়িদ রফিকুল হক


আজকে দেখি আকাশটা যে
ভীষণ রকম কালো,
এমন দিনে প্রিয়ার ভাবনায়
মনটি থাকে ভালো?
বৃষ্টি এখন সবখানে যে
বৃষ্টি নামে জোরে,
মানসপ্রিয়া সেই যে আমার
বেরিয়ে গেল ভোরে!
ফিরবে কখন জানি নাতো
বসে আছি আশায়,
এই দুপুরে বৃষ্টি দিলো
সবকিছু যে ভাসায়!
রাস্তা ডুবে হাঁটু পানি
আরও আছে গর্ত,
বৃষ্টি তবু নামছে জোরে
মানছে নাকো শর্ত!
এরই মাঝে মেঘের ডাকে
চমকে ওঠে পিলে,
আঁধার-কালো বৃষ্টি যেন
সবই খাবে গিলে।
প্রিয়া আমার ফিরবে কখন
ভাবছি বসে ঘরে,
প্রিয়ার খোঁজে যাচ্ছিলাম তাই
একটুখানি বাইরে।
এমন সময় দেখতে পেলাম
নীলাঞ্জনার শাড়ি,
বৃষ্টি-মাথায় রিক্সা-চড়ে
ফিরলো সে যে বাড়ি।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৪/০৭/২০১৬