এক টুকরো সত্য
সাইয়িদ রফিকুল হক


সামনে ছিল
খোলা জানলা,
আর সেই জানলা দিয়ে
দেখছি আকাশ শ্যামলা!
বৃষ্টি হবে-হবে
তবু হয় না বৃষ্টি,
এই শরতে দেখছি শুধু
মেঘমুক্ত আকাশ
কী অপূর্ব সৃষ্টি!


হঠাৎ দেখি
মেঘের কোলে
ভেসে উঠলো
এক টুকরো রোদ,
অজস্র মিথ্যার মাঝে
এই যেন একটু সত্য
মনে জাগলো প্রবল বোধ।


এই পৃথিবীর সবখানে
আজকে দেখছি
রাশি-রাশি মিথ্যা শুধু,
সত্য বুঝি বিস্বাদ
আজ অনেকের কাছে
আর তাই মিথ্যায় আছে মধু!


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০২/১০/২০১৬