ভুলের আগুন
সাইয়িদ রফিকুল হক


আগুন যেমন সর্বনাশা
ভুল তেমনই কেড়ে নেয় আশা।
এই সংসারে চলছে শুধু
আগুন নিয়ে খেলা,
আর যে ভুলের মাশুল দিতে
যাচ্ছে ভেঙ্গে মিলনমেলা।
পথের মোড়ে ভুল দেখেছি
আর দেখেছি বুকে,
আগুনটা যে ছুটছে শুধু
ভুলের গন্ধ শুঁকে-শুঁকে।
ভুল যে তবু ছাড়ছে নাতো
এই জীবনের পিছু,
ভুলের আগুন থামবে কবে
বলতে পারো কেউ কি কিছু?


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৯/১০/২০১৬