জোছনা-রাতের জোছনা তুমি
সাইয়িদ রফিকুল হক


মধ্যরাতের জোছনাটুকু
কেউ দেখে না চেয়ে,
সবাই যখন গভীর ঘুমে
থাকলো জেগে একটি মেয়ে!
ঘুম আসে না তার যে চোখে
ঘোর লেগেছে মনে,
জোছনা-রাতে কী যে মধুর
ফুল ফুটেছে বনে!
একটি যুবক দেখছে তাকে
লাগলো কী যে ভালো,
মেয়ে তোমার রূপ যে মধুর
চাঁদের চেয়ে আলো!
জোছনা-রাতের জোছনা তুমি
আলো ছড়াও কত!
কেউ কি তোমায় ভালোবাসে
এই যুবকের মতো?


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২০/১০/২০১৬