আগের মতো মানুষ
সাইয়িদ রফিকুল হক


লজ্জা ধুয়ে গেছে বৃষ্টির জলে,
বিষের স্বাদ পাচ্ছি অমৃত-ফলে!
সুন্দর মুখে দেখি পিশাচের হাসি,
হায়-হায় করে মরি
কারে বলবো একটু ভালোবাসি!
বুকখানা তাই ফেটে যায় লজ্জায়,
আজকে দেখি বিষাক্ত-কীট
ঢুকে গেছে আমাদের অস্থি-মজ্জায়!
হায়-হায় করে লাভ কী এখন বলো,
আগের মতো সবাই মানুষ হই চলো।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৮/১১/২০১৬