আশাভঙ্গ
সাইয়িদ রফিকুল হক


অনেকদিনের আশা ছিল
দেখবো তোমার মন,
কদিন পরেই হবে তুমি
আমার বড় স্বজন।
এই না ভেবে খুলতে বলি
তোমার মনের তালা,
ভালোবাসার রঙিন-আশায়
সাজাই ফুলের ডালা।
যেই না তুমি খুলে দিলে
তোমার মনের দ্বার,
অমনি দেখি সেইখানেতে
কার ছায়া যে আর!


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৬/১১/২০১৬