জীবনটা যে রঙিন ফুল
সাইয়িদ রফিকুল হক


জীবনটা যে রঙিন ফুল,
পাপড়িভরা অনেক ভুল।
ভুলের খাতা ছিঁড়তে হবে,
মানুষ হতে পারবে তবে।
একটা জীবন—ছোট্টজীবন,
থাকবে কেন ভুলের বসন?
ভুল করেছে ভুক্তভোগী,
ভুল করে না মহাযোগী।
সাধুর বেশটা ধরতে হলে,
ভুল কোরো না বাহুবলে।
বিবেক তোমার জাগাও এবার,
মানুষ তুমি হবেই হবে আবার।
জীবনটা যে রঙিন ফুল,
আর কোরো না কোনো ভুল।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৪/১২/২০১৬