আলগা-সুবাস
সাইয়িদ রফিকুল হক


আলগা-সুবাস মাখলে গায়ে,
রোদের ভয়ে বসলে ছায়ে!
জীবন তোমার হবে কেমন!
পুত্তলিকা থাকে যেমন?
আসল-মানুষ হতে গেলে,
থাকতে হবে ডানা মেলে!
আর যে সুবাস রাখতে হবে
হৃদয়জুড়ে অনেক ঢেলে।
আলগা-সুবাস নকল-মানুষ
মাখছে এখন খুব যে বেশি,
আসল-সুবাস বের কর না
হৃদয়খুঁড়ে পূর্ণশশী!


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৭/১২/২০১৬