তোমার মুখের রোদটুকু
সাইয়িদ রফিকুল হক


তোমার মুখের নরম-রোদটুকু
সেদিন সকালে এসে লেগেছিলো
আমার শরীরে—আর শুষ্ক-দেহে,
কী এক মধুর উত্তাপ দেখেছি
সেদিন সকালে।
আরও দেখেছি তোমার মুখের
নরম-নরম হাসিভরা-রোদ!
এরই একটু এখনও যেন
খুব লেগে আছে আমারই মুখে।
হঠাৎই দেখি হারিয়ে গিয়েছে
তোমার মুখের নরম-রোদটুকু!
এখন সেখানে খেলা করিতেছে
নানান রঙের মেঘপুঞ্জ।
কবে মেঘ কেটে তোমার মুখে যে
ফিরিয়া আসবে আবার সেই রোদ!
চাতকপাখির সাধনার মতো
বিরাট আশায় এই বুক-বেঁধে
বসিয়া রয়েছি তোমার মুখের
সেই হাসিভরা নরম-রোদের প্রত্যাশায়।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৮/১২/২০১৬