স্বল্প-কথন
সাইয়িদ রফিকুল হক


কাব্য ঝরে যেন বৃষ্টি!
হঠাৎ দেখি অনাসৃষ্টি।
অল্প-ভাষণ স্বল্প-কথন,
কবে বন্ধু করবে যতন?
শব্দগুলো ঝরছে সুরে,
সাড়া জাগছে অন্তপুরে।
স্বল্প-কথার অমৃত-বচন,
খুঁজে আনে অমূল্য-রতন!


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৩/০১/২০১৬