ভালোবাসার ফুলে
সাইয়িদ রফিকুল হক


তোমার কাছে ফুল চেয়েছি
দিলে তুমি হুল!
এই জীবনে বন্ধু তুমি
করলে বড় ভুল।
ফুলের মালা গাঁথবো বলে
আশায় ছিলাম বসে,
তুমি বন্ধু ধমক দিলে
ভীষণ জোরে কষে!
ভালোবাসার রাজ্যে তুমি
সাজলে বড় ডাকু,
প্রেমের পথে কাঁটা ফেলে
ধরলে আবার চাকু!
মানুষ কেন এমন হয়?
বসত করে ভুলে,
এমন কী যে দোষ করেছে
ভালোবাসার ফুলে!
তোমার কাছে ফুল চেয়েছি
পেলাম অনেক কাঁটা,
সবাই এমন নিঠুর হলে
আর কি যাবে
প্রেমের পথে হাঁটা?


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৭/০১/২০১৭