গুণহীনের কদর
সাইয়িদ রফিকুল হক


পলাশফুলে সুবাস নাই,
ভণ্ডলোকের কদর তাই।
পলাশগুলো ফুটছে এখন,
গোলাপসুবাস পাবে কখন?
বাঁদরগুলোর ভেংচি দেখে,
সত্যকথা রাখছে ঢেকে!
মিথ্যা এখন ফুটছে বেশ,
সত্যকথার দিনটা শেষ?
তবুও দেখি ফুটছে গোলাপ,
সাধুসনে কর আলাপ।
আসল-ফুলের সুবাস নাও,
পলাশগুলো ফেলে দাও।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৬/০১/২০১৭