আবার এলো বসন্ত
সাইয়িদ রফিকুল হক


চারিদিকে জাগরণের মন্ত্র,
আবার এলো বসন্ত!
ফুল ফুটেছে গাছে-গাছে,
পাখিরা সব গাইছে গান তাই
মাতাল হাওয়ায় কাছে-কাছে।
পলাশরাঙা ভোরে দেখি
কী-যে সুন্দর ভালোবাসার গান,
সতেজ হাওয়ায় জুড়িয়ে যায়
ক্লান্তিভরা দেহ-মন-প্রাণ।
আয় কে দেখবি
শিমুলবনে লেগেছে যে আগুন,
ভালোবাসার এই বসন্তে
আবার এলো ফাগুন।
রক্তঝরা ফাগুন-মাসে
বর্ণমালা নিয়ে এলো
আমাদের ভাই রফিক-জব্বার,
ওরে আয়রে তোরা সবাই
গান গাইবো আজ শুধু বাংলার।
ভাষার মাসে চাই নাকো তাই
দেখতে কারও আর বজ্জাতি,
ফেব্রুআরি বলে দিছে সেই যে কবে
বাংলাভাষা আমাদেরই চিরসাথী।
বনে-বনে দেখছি শুধু
শতরঙের-জাগরণের খেলা,
ওরে তোরা আয়রে সবাই
দেখে যা না ফাগুনের মেলা।
ফুলে-ফুলে চারিদিকে
শোভা দেখি অনন্ত,
ঘরে-বাইরে জাগলো মানব
আবার এলো বসন্ত।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১২/০২/২০১৭