আবার তোমরা বাঙালি হও
সাইয়িদ রফিকুল হক


ফেব্রুআরির একুশ তারিখ
ঘটলো ভীষণ ঘটনা,
ইতিহাস যে ভাষার পক্ষে
নয়কো কোনো রটনা।
পাক-সেনাদের জুলুম-ধারা
ভাঙলো বীরের জাতি,
উর্দুভাষা বাতিল করতে
জুটলো কত সাথী।
প্রথম গুলি খেল রফিক
মরলো আবুল বরকত,
ভাষার জন্য জীবন দিয়ে
রাখলো জাতির শওকত।
স্বাধীনদেশে বাংলাভাষা
হয় না যেন পর,
এতোদিনেও বাংলা-মায়ের
হয় না পূরণ বর!
লোকদেখানো বাংলাপ্রেমে
হয় না কোনো কাজ,
বাংলা ছেড়ে ধরবে কাকে?
পড়বে মাথায় বাজ!
ভাষার জন্য জীবন দিছে
বাংলা-মায়ের ছেলে,
তোমরা এখন ইংলিশ বলো
কত হেসে-খেলে!
জন্ম যদি বাংলাদেশে
হয়ে তোমার থাকে,
আজকে থেকে দাও না সাড়া
বাংলাভাষার ডাকে।
আর কতকাল থাকবে বেহুঁশ
ইংরেজিরই জোশে,
বাংলাভাষা ভালোবেসে
ফিরে এসো হুঁশে।
আবোলতাবোল অনেক কথা
বলছো হেসে-হেসে,
আবার তোমরা বাঙালি হও
বাংলা-ভালোবেসে।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২০/০২/২০১৭