আগের কালে
সাইয়িদ রফিকুল হক


ছোট্টকালে খেলছি কত
এপ্রিল-ফুলের খেলা,
এখন দেখি দিনে-দিনে
হলো অনেক বেলা!
জীবনটা যে আগের কালে
ছিল কত ভালো,
স্বপ্নভরা হৃদয় জুড়ে
ছিল মধুর আলো।
এপ্রিল-ফুলের খেলছি খেলা
সবাই ছিল বন্ধু,
দিনটা সবার হাসি-গানে
কেটে যেত শুধু।
এখন কি আর আগের মতো
ফিরে পাবো দিন,
জীবনসুখে শোধ হবে না
ছোট্টবেলার ঋণ।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০১/০৩/২০১৭