প্রেম বেঁধে রাখা যায় না
সাইয়িদ রফিকুল হক


প্রেম যদি গোয়ালের গোরু হতো
তবুও তো পারতাম তারে বেঁধে রাখতে,
প্রেম যেন এখন দড়িছেঁড়া মোটাতাজা
ভীষণ একটা অবাধ্য ষাঁড়!
তারে এখন বশ করবো কেমন করে
তা-ই ভাবছি মন-নিরালায়।
প্রেমে এখন অবিশ্বাস বেশি
আর সন্দেহও প্রবল,
প্রেমে এখন ভরসা পাই না কোনো
শুধু সন্দেহ দোলে নিয়মিত।
প্রেম কখনও বেঁধে রাখা যায় না,
প্রেম কখনও গোয়ালের গোরুর মতো
অমন সুন্দর পোষমানা হয় না,
প্রেমের বাঁধন বিশ্বাস গেছে মরে!
তাই এখন আর প্রেমকে কোনোভাবেই
বেঁধে রাখা যায় না।



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৫/০৯/২০১৭