প্রেমের ফুল
সাইয়িদ রফিকুল হক


অনেক আশায় বসে আছি শত বছর
তবু বন্ধু ফোটেনি যে প্রেমের ফুল!
জীবনখাতা তন্ন-তন্ন করে খুঁজেও
কোথাও পাইনি কোনো ভুল।
এই জীবনের সঠিক হিসাব আজ মিলাতে
পারছি নাতো কোনোভাবে,
কোথায় যেন দোষ হয়েছে জানি নাতো
অভাবে না বদস্বভাবে!
অনেক আশার ভালোলাগার সূর্য বুঝি
যাচ্ছে এখন ভীষণ ডুবে,
প্রেমের ফুল যে খুব দেদারসে ফোটে এখন
বাগানে নয়—ধনীর টবে!


সাইয়িদ রফিকুল হক
২৫/০১/২০১৮