রাগ-আগুন
সাইয়িদ রফিকুল হক


রাগ কোরো না রাগ কোরো না
রাগ যে ভীষণ আগুন,
রাগের খাতায় নাম লেখালে
দেখবে না আর ফাগুন।
রাগ করেছে মূর্খ-পাপী
রাগ যে ভালো নয়,
ভদ্রলোকে রাগ করে না
জ্ঞানীলোকে কয়।
রাগের মুখে লাথি মেরে
হও না তুমি ঠাণ্ডা,
নইলে তুমি রাগের জন্য
খাবে মুগুর-ডাণ্ডা।
রাগ-আগুনে পুড়ছে মানুষ
পুড়ছে দেশের ভিটা,
ওরে রাগের চণ্ডালেরা
রাগখানা তোর মিটা।
রাগ করিয়া খুন-খারাবি
করছে পশুজনে,
মানুষ হলে খাঁটি তুমি
রাগ থাকে না মনে।
বেকুবগুলোর বুদ্ধি যে কম
রাগে একটু বেশি,
মূর্খগুলো রাগ করিয়া
ফুলায় শুধু পেশী।
রাগ-আগুনে ঢালতে হবে
ধৈর্য নামক পানি,
এইটা হলো মহাজ্ঞানী
মহাজনের বাণী।



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৪/০৬/২০১৭