রোহিঙ্গাদের দুঃখ বুঝি
সাইয়িদ রফিকুল হক


রোহিঙ্গাদের দুঃখ বুঝি
সবই আছে ঠিক,
কিন্তু এদের পিছে কারা
বসন্তেরই পিক!
এদের নিয়ে খেলছে কারা
কোথায় বাতিল মোড়ল?
জঙ্গিবাদের বীজবপনে
লিপ্ত আছে গাঁড়ল!
রোহিঙ্গারা মানুষ হয়েও
ছুটছে কত কষ্টে!
এই দুঃখটা আনছে যারা
তারাই যত নষ্টে।
স্বাধীনতার ডাক দিয়েছে
জঙ্গিপনা করে,
কিন্তু ওদের সংখ্যা কত
বিচার কর ধরে।
তাই বলে কি মারবি তোরা
মানুষজনকে এমন নির্বিচারে?
তোদের সাথে মিল আছে যে
পাকবাহিনীর অত্যাচারে।
বার্মিজ-আর্মি মানুষ নারে
ওরা বনের পশু,
ওদের হাতে মরছে দেখি
রোহিঙ্গা-নারী-পুরুষ-শিশু!
রোহিঙ্গাদের দুঃখ বুঝি
বুঝি আরও কষ্ট,
কিন্তু ওদের স্বদেশ-ফিরে
যেতেই হবে,
হোক না যত কষ্ট।



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৪/০৯/২০১৭