সবাই এখন
সাইয়িদ রফিকুল হক


কল্পনাতে অনেককিছু
করতে পারো ভাই,
কাজের বেলা চেয়ে দেখো
শক্তি তোমার নাই!
মনে-মনে সবাই এখন
হচ্ছো বিরাট রাজা,
সুখে ডুবে নিজের দেহ
করছো শুধু তাজা!


ভোগের বেলা ধর্মকথা
যাচ্ছে সবাই ভুলে,
মরার কথা ভুলে গিয়ে
মাখছে কলপ চুলে!
সবাই এখন খুব যে পণ্ডিত
কেউ শোনে না কথা,
সবার নাকি বুদ্ধি বেশি
খুলে গেছে মাথা!


বুদ্ধিমানের বুদ্ধিগুলো
যাচ্ছে এখন জলে,
মূর্খগুলো বুদ্ধিজাল যে
বুনছে তলে-তলে!
সবাই এখন নিজের কথা
ভাবছে দিনে-রাতে,
টাকা-পয়সা আরও বেশি
আসে যেন হাতে!
পরের খবর ভাল্লাগেনা
সবাই চেনে স্বার্থ,
এমন পশুর আনাগোনায়
রাষ্ট্র হবে ব্যর্থ!


সাইয়িদ রফিকুল হক
১৬/০৯/২০১৮