সবখানে দূষণ
সাইয়িদ রফিকুল হক


শব্দদূষণ হচ্ছে বেশি,
সবখানে যে দেখছি পেশী!
ভণ্ডগুলোর বাড়াবাড়ি,
আর ঘুষখোরদের কাড়াকাড়ি!
সমাজটাতে জমছে ব্যাধি,
রাজনীতিতে আজ তৈলমর্দন
আর যে ভীষণ বাদাবাদি!
ধর্মসাধুর জোব্বাজামায়
জমছে অনেক ময়লা,
চেষ্টা তুমি যতই করো
সাফ হবে না কয়লা!
চামচাগুলো মুখের জোরে
করছে ভীষণ পোদ্দারি,
সমাজশত্রু ভণ্ডগুলো
করছে এখন সর্দারি!
হাটে দূষণ, মাঠে দূষণ,
গঞ্জে দূষণ আরো,
গাঁওগেরামের মোড়লগুলো
দূষণ এবার ছাড়ো।
অফিস গেল রসাতলে
সবখানে যে দূষণ,
গরিবলোকের ভাগ্যমেরে
চলছে এখন শোষণ!
দূষণচাকায় ঘুরছে মানুষ
কোথায় পাবে শান্তি?
এমন কে সে, দূর করিবে
এই দুনিয়ার ভ্রান্তি।



সাইয়িদ রফিকুল হক
০৬/০২/২০১৮