শহীদস্মৃতি
সাইয়িদ রফিকুল হক


ফাগুন-রাঙা পলাশ দেখে
চমকে উঠি যেন!
তোমরা সবাই ভাবতে পারো
হচ্ছে এমন কেন?


শহীদ-ভাইয়ের রক্তরঙে
ফুটছে বুঝি পলাশ,
ফাগুন-মাসে তাইতে দেখি
এমন মুক্ত-বাতাস।


রক্ত ঝরায় কৃষ্ণচূড়া
অনেক আশা নিয়ে,
শহীদ-ভাইয়ের হাসিমুখ যে
দেখছি কাছে গিয়ে।


লালফাগুনে আগুন ঝরে
সারাবাংলা জুড়ে,
সবখানে যে শহীদস্মৃতি
দেখ না একটু ঘুরে।


বাংলাভাষা রাষ্ট্রভাষা
দেখছি শুধু নামে,
সব যে এখন আটকে আছে
লালফিতারই জ্যামে।


ভাষার মাসে একটুখানি
শুনছি বাংলা বুলি,
সারাবছর শহীদ-ভাইয়ের
উড়াই মাথার খুলি!


এখনও কি পাকিস্তানী
দিচ্ছে নাকি বাধা?
তাইলে তোরা বাংলা ছেড়ে
বকিস কেন গাধা!


ফাগুন-রাঙা পলাশ দেখে
ভাবছি কত সুখে,
এখনও যে বাংলা ফোটে
শহীদ-ভাইয়ের মুখে।


আমরা শুধু বাংলা ভুলি
স্বার্থনেশার মোহে,
বাংলাদেশে বাংলাভাষা
থাকবে আঘাত সহে?


ফাগুন-রাঙা পলাশভোরে
ছুটবে কত আর?
এবার তুমি ঘরে ফিরে
বাংলা বলো আবার।


সাইয়িদ রফিকুল হক
২১/০২/২০১৮