সত্যের রঙ
সাইয়িদ রফিকুল হক


সত্যের রঙ কী?
সাদা নাকি সবুজ?
মিথ্যা আর কালোকে
এখন সাদা বানানোর
কতরকমের চেষ্টা চলছে!
কালো নাকি এখন সাদা হবে!
ভাবতেই লজ্জায় কুঁকড়ে উঠি।
কালো মনের কালোশয়তান
এখন সাদা হচ্ছে!
আর সাদা মনের সাদামানুষগুলো
এখন এই পাপীদের
অত্যাচারে টিকতে না পেরে
আর এদেরই ছত্রচ্ছায়ায়
দিন-দিন কেমন যেন কালো হয়ে যাচ্ছে!
পৃথিবীটা আজ বুঝি কালোশয়তানের দখলে,
এদের মন কালো, স্বভাব কালো,
এরা কালোদুনিয়ার কালোমানুষ।
এরা রঙের কালো নয়,
এরা শুধু স্বভাবদোষে কালো।
আজ এই কালোশয়তানগুলো
সমাজরাষ্ট্রে সাদা হচ্ছে শুধু টাকার জোরে!



সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
২৩/১০/২০১৭