শুধু নাই-নাই
সাইয়িদ রফিকুল হক


ফুলে এখন সুবাস নাই,
মনে এখন শান্তি নাই।
বনে এখন বৃক্ষ নাই,
চোরের তবুও বিচার নাই।
পাঠশালাতে ছাত্র নাই,
অছাত্রদের দাপট তাই।
ছাত্র-নামের ভেজাল-চাঁই,
আসল ছাত্রের দেখা নাই।
পড়ালেখা যাচ্ছেতাই,
নকল ছাড়া উপায় নাই।


আগের মতো নদী নাই,
ভূমিদস্যুর বিচার নাই।
খাসজমিতে ব্যবসা তাই,
ভূমিদস্যুর শাস্তি নাই।
দেশের জমি লোপাট তাই,
লোপাটপতির বিচার নাই।
শিল্পপতি কোথাও নাই,
লোপাটকারী সবাই তাই।
ঋণের টাকা ফেরত নাই,
ব্যাংক-বীমার হিসাব নাই।
ঘুষের গন্ধ সবখানে তাই,
ঘুষখোরেরও বিচার নাই।
পাপী-মারার আইন নাই,
সকল খাদ্যে ভেজাল তাই।
আসল মানুষ কোথায় পাই?
ধর্মপ্রেমেও ভেজাল তাই।
ভেজাল এখন চারদিকে ভাই,
আসল কোথায় খুঁজে পাই?
ভেজাল ওষুধ সবখানে তাই,
ওষুধ খেলেও ভরসা নাই।


কোনো কাজে স্বস্তি নাই,
ঘুষ ছাড়া যে উপায় নাই।
থানায় গেলে বিচার নাই,
পাপী ধরার সময় নাই।
আদালতের সময় চাই,
বিচার কবে ঠিক নাই।
মরছে কারও বাপ-ভাই,
বিচার পাবে?—ঠিক নাই।
সমাজ-দেহে মানুষ নাই,
পথে-ঘাটেও মানুষ নাই।
দেশে এখন ভেজাল তাই,
আসল মানুষ কোথায় পাই?
মানুষ এখন আসল নাই,
সবখানে যে নকল তাই।
সবখানে যে নাই-নাই!
সবার মুখে—শুধু নাই।



সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
০৪/০৭/২০১৭