সুখ-দুঃখ
সাইয়িদ রফিকুল হক


চাঁদকে বলি হেসো না এতো
আসবে ফিরে অমাবস্যা,
সুখের ঘোরে পাগল হয়ে
করছো কেন এতো তামাশা?
আলো দেখে আজকে তুমি
হচ্ছো ভীষণ বেতাল,
দু’দিন পরে অন্ধকারে
হবে তুমি বেসামাল।
সুখের পরে দুঃখ আসে
ভুলে যেয়ো না সুজন-বন্ধু,
জগতজুড়ে সুখ-দুখেরই
খেলা চলছে শুধু।



সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
১৭/১০/২০১৭