তোমাকে বিশ্বাস হচ্ছিলো না
সাইয়িদ রফিকুল হক


তোমার মুখের হাসিটুকু বিশ্বাস করিনি
আর চোখের দৃষ্টিও ফিরিয়ে দিয়েছি সন্তর্পণে,
অনেক দামি জামার বোতাম খোলা ছিল
আর তাও খুব ভালো লেগেছিলো,
তবুও কিছুতেই বিশ্বাস হচ্ছিলো না তোমাকে।


গায়ের পারফিউমটা বুঝি ছিল খুব দামি!
অনেকদূর থেকে তার একটা মোহনীয়-কমণীয়
আর মনমাতানো চমৎকার ঘ্রাণ পাচ্ছিলাম,
তবুও মদিরতায় ডুবে যাইনি একবারও,
ভালো লেগেছিলো তোমাকে একটু-একটু
বারবার তাই দেখেছিলাম আড়চোখে,
আরও কিছু সময় ধরে দেখতে ইচ্ছে করছিলো
তবুও তোমাকে বিশ্বাস হচ্ছিলো না একটুও!


তোমার মনে তখন কী খেলা করছিলো তা জানি না
মন খুলে তো তা আর দেখতে যাইনি!
তবুও যেটুকু তোমাকে দেখেছিলাম
বারবার শুধু আমার মনে জন্ম নিচ্ছিলো অবিশ্বাস।
তোমার সবকিছু ভালো ছিল হয়তো
কিন্তু সবটা ভালো লাগেনি আমার,
তোমার চোখের দৃষ্টিতে দেখেছিলাম দারুণ এক অবিশ্বাস!
তোমাকে তাই বিশ্বাস হচ্ছিলো না আমার ভালোবাসার মানুষ বলে।



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০১/১০/২০১৭