তোমার চোখের জল
সাইয়িদ রফিকুল হক


তোমার চোখের জল
ফুল হয়ে যেন ফুটছিলো,
সুবাস পাইনি, তবে আনন্দ দেখেছি।
মাঝে-মাঝে তাই অশ্রুগুলো
মুক্তোদানার মতো উজ্জ্বল হয়ে
ছড়িয়ে যে পড়ে! আর কী দারুণ
ফুল হয়ে ফোটে আমাদের পৃথিবীতে।
তোমার চোখের নীলাভ-জলে
সেদিন দেখিনি এমন কোনো কষ্ট!
তবু যে পারি না তোমার চোখ থেকে
ঝরে পড়া এমন জলের মানে বুঝতে।
তোমার চোখের জলকণাগুলো
কী যে বলছে পারি নাতো বুঝতে!
তোমার চোখের জল কী বলছে?
আনন্দ না কষ্ট? পারি না বুঝতে।


সাইয়িদ রফিকুল হক
২৬/০১/২০১৮