তুমি বড় ভালো লোক
সাইয়িদ রফিকুল হক


তুমি বড় ভালো লোক
সত্যকে গলাটিপে হত্যা করে
দিলে তারে চিরতরে কবর,
আবার তুমি ভালোবেসে মিথ্যাসাগরে
অবগাহন করে হলে বিরাট সাধু!
তোমাদের চিনবো কেমন করে?
তোমাদের মতো প্রতিভাবান
আর বড়মানুষদের চেনার শক্তি
আমাদের কারও নাই।
তোমাদের মাথার মিথ্যার রাজমুকুট
জ্বল-জ্বল করছে আকাশের তারার মতো,
আর কত লোকলস্কর তোমাদের চারপাশে,
ধন্য তোমরা, ধন্য হে নরসুন্দর।
কত বিশাল প্রতিভা নিয়ে
তোমরা জন্মেছো এই অভাগা দেশে,
কতবড় প্রতিভা তোমাদের!
তোমার বিশাল জনসভার
ভিড়ের মধ্যে ভুলে একজন বলেছিলো
চরম সত্য: তুমি বিরাট ভণ্ড!
অমনি তোমরা তাকে করলে চিরতরে গায়েব!
সত্যকে কবর দিয়ে সাঁতার কাটছো মিথ্যানদে,
কত সুন্দর জীবন তোমাদের!
তোমরা বড় ভালো লোক,
তোমাদের মতো মহামানবের
বদনাম করে কী লাভ আমাদের?



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১০/০৮/২০১৭