তুমি ভালো থেকো
সাইয়িদ রফিকুল হক


আজ অনেকদিন পরে
তোমাকে দেখলাম মধুরিমা,
তুমি সেই আগের মতো রূপকুমারী।
কী যে ভালো লাগলো তোমাকে দেখে,
কাউকে তা বলে বোঝানো যাবে না।
আগের মতো তোমার চোখে-মুখে
দেখেছি সেই লাজুকভাব!
তোমার মাথায় ঘোমটা ছিল একটুখানি,
আর ছিল চিত্তাকর্ষক লালকামিজের হাতছানি!
মিথ্যা বলবো না মধুরিমা,
তোমাকে খুব ভালো লাগছিলো
আজও ভালো লাগে তোমাকে,
সেই প্রথম যেদিন তোমাকে দেখে মুগ্ধ হয়েছিলাম
সেইরকম ভালো আজও লাগে।
রিক্সায় বাসায় ফিরছিলে তুমি
হঠাৎ বুঝি আমাকে দেখে অবাক হয়েছো!
ভেবেছো, বিয়ের পরও
তোমাকে আমি ভালোবাসি কিনা?
তুমি বিয়ে করেছিলে আমাদেরি পাড়ার
একটি ইয়াবাখোর ছেলেকে,
আর তারই সাথে করেছিলে কিছুদিন সংসার!
এখন নাকি তোমাদের মতের দারুণ অমিল,
সংসারটাও নাকি তাই ভেঙ্গে গেছে!
তুমি তো ভালোবাসোনি
তাই, সহজে দূরে সরে গিয়েছিলে,
কিন্তু আমি ভালোবেসেছিলাম,
তাই, কোনোকালে দূরে সরে যেতে পারিনি।
তাই, এখনও ভালোবাসি তোমাকে,
তুমি ভালো থেকো মধুরিমা,
তুমি ভালো থেকো।
তুমি ভালো থেকো।।



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০১/০৮/২০১৭