আমাকে বলো না, তুমি কে?


তোমার এই ঊদ্বত্ত প্রশ্নের জবাব দেয়ার,
সময় আমার নেই।
আমাকে কোথায় খুজে পাবে,
এ কথার জবাব শুধু দেই।


আমাকে দেখেছিলে ৭১ এর রনাঙ্গনে,
শত্রূ নিধনে ব্যস্ত ছিলাম তাই
নিজের নামটা লিখাতে পারিনি মুক্তিযোদ্ধার  তালিকাতে।
আমি ছিলাম ৭৪ এর অসহায় মানুষের পাশে
বিলিন হয়ে গিয়েছি ভূয়া মানবীরদের ভিড়ে।


আমি হাজারো নদী সাতরিয়ে পেরিয়েছি
৮৮ এর বন্যায়।
বুক পেতে দাড়িয়েছি সিডরে
থামিয়েছি হাজারো অসহায় মানুষের কান্না।


আমি নিজেকে ভুলে ছুটে গিয়েছি
রানা প্লাজার ধ্বংসের স্তুপে।
জাতির কান্নায় নিজের পরিবার ভুলে,
ছুটে গিয়েছি আতিয়া মহলে।


হে অভাগা জাতি আমাকে নিয়ে প্রশ্ন তুলেছ?
আমি কে ?
নিজের জীবন বাজি রেখে ছুটে গিয়েছি,
হলি আর্টিজানের আটকে পড়া অসহায়ের খুজে।


আমি গায়েন হয়ে, হে জাতি তোমারি গান গাই,
করোনাকে তুচ্ছ করে,
জীবন দিলাম তোমার নিরাপত্তায়।

হে জাতি তোমার কাছেই প্রশ্ন রাখলাম
এবার তুমি বলো আমি কে?