মা, তুমি কোথায়?


বাবা আমি এই তো শুয়ে আছি,
বুয়েটের আবরারে বিছানায়।
ব্যাথিত দেহে আমার বুকটা ফেটে যায়।


মা, তুমি কি শুনতে পাওনা?
খোকা ডাকছে তোমায়।


কি করে শুনব খোকা?
টেকনাফের মেরিন ড্রাইভে,
ঘাতকের বুলেটের আঘাতে
আমার সিনহার প্রাণটা চলে যায়।


মা, আমাকে একটু আদর দিয়ে যাও।


কি করে আসব বাবা,
সিলেটের এমসি কলেজে্র ঘাতকরা
আমাকে বেইজ্জতি করে পাঠিয়েছে
হাসপাতালের বিছানায়।


মা, তুমি না আসলে খুকিকে পাঠাও।

বাবা, তুই আসবি শুনে,
খুকি ফুল তুলতে গিয়েছিল বাগিচায়।
সভ্য যুগের মানুষরুপী চিল-শকুনের
চোখ পড়েছিল ছোট্ট সোনামণির গায়।


কোথায় রয়ে গেল স্বাধীনতার স্বপ্ন?
কে দিবে দুই লাখ মা বোনের ইজ্জত আর
তিরিশ লাখ প্রাণের দাম?


হে কলঙ্কিত সমাজ হে অভাগা জাতি,
আমার মনটা জানতে চায়।
এত লজ্জা ঢাকব কি দিয়ে?
এত লজ্জা রাখব কোথায়?