ব্রম্মপুত্রের উজান পাড়ে,
বাধছ সুখের ঘর,
সেই নদের ভাটির চরে,
আমার ভাংগা ঘর।
মনের সুখে নাওয়া সেরে,
ধুলাই কর পা,
তোমার পায়ের পানি আসে,
ভাটির চরের গা।
খরস্রোতে কভু যদি,
ভাংগে তোমার ঘর,
ভাটির জলে জাল ফেলিয়া,
থাকব জনমভর।
সুখে যদি থাক তুমি,
আসতে হবে না ফিরে,
দুঃখ যদি চেপে ধরে,
এসো আবার ভাটির চরে ফিরে।