দু চোখে ঝাপসা দেখি,
হারিয়েছি দেহের বল।
কানে একটু কম শুনি,
কিছুটা হয়েছি অচল।


অপলক তাকিয়ে থাকি,
দুরে কোথাও,
ঝাপসা ঝাপসা চোখে ভাসে,
নন্দিনীর আচল।


পত্রিকাটা পড়তে পারি না,
ভাঙ্গা চশমার কারনে,
তোমার লেখা এলোমেলো চিঠিটা  ,
পড়তে পারি শব্দ করে।


হাটতে পারিনা লাঠিটা ছাড়া,
দেহটা নুয়ে পড়েছে বাড়ে,
হাসপাতালে দৌ্ড়িয়ে গিয়েছিলাম,
তোমার অসুস্থতা জেনে।
সোনা মুখখানি শুকিয়ে গিয়েছে তোমার,
জানালা দিয়ে দেখেছি গোপনে।


সাদা শাড়ি পরনে তোমার,
ছেলে-মেয়ে চারিদিকে।
নাতনিরা আদর আদরে
রেখেছে তোমায় ঘিরে।


শব্দ করে কাদতেও পারিনি,
তোমার মৃত্যু খবর শুনে।
কাল মেঘে মন ঘিরেছিল,
অশ্রু জমেছিল, অন্ধ চোখের কোণে।