আজ বসন্ত,
ফুল এখনো পল্লবে জাগে নি,
তাতে কি নতুন কুঁড়ি এসেছে।
দক্ষিণার হিমেল হাওয়ায় উড়ে ধুলো,
শীত যেন কেবল আবছা হয়েছে।
শুষ্কতা ভরা ফসলহীন মাঠ,
মেতেছে দুষ্টদের খেলার কোলাহলে।
কচি লাউয়ের ডগা তুলতে ব্যস্ত কৃষাণী,
মৌমাছি আর পাখি উড়ে ফুলে ফুলে।
এ যে বসন্তের আগমনী বার্তা,
ধরনীর আবরণে এক নতুন ছোয়া।
শাখে শাখে ভরবে কুসুম কলি,
ফাগুনে লাগিয়ে মনোহরি মায়া ।