আমি শুধু চেয়েছি


আমি শুধু চেয়েছি
আমার চেয়ে একটু বেশিই,
বিধাতাকে স্মরণ কর।


আর সেই আভরণে আমায়
তোমার মাঝে রেখ ঘিরে।


আযান হচ্ছে নামায টা পড়,
আমিও পড়তে যাচ্ছি।


আমি চেয়েছি,
            তুমি বল
বিষণ্ণ সংকটে পাশে আছি,
আমি এই তো।


এই যে শোন
আমি শুধু চেয়েছি....
তুমি আমার মাথার উপর,
বট বৃক্ষের ছায়া হও।


আনমনে ঘুমিয়ে থাকা,
দুপুরটা রাঙিয়ে দাও ।


আমি চেয়েছি,
       তুমি বল...
এক কাপ চা দাও তো,
এই বিকেলে একটু বেড়িয়ে
আসি চল তো।


অপেক্ষার রিক্ত প্রহরে দুঃখিত,
বলে একটু হেস ।


মান অভিমানে দুঃখ সুখে,
ভালবাসার সাথী হও।


আমি চেয়েছি,
আমার এই ছন্নছাড়া জীবনটা..
তুমি নিজের মতো ঘুচিয়ে রাখ।


কর্ম ব্যস্ত দিবসের সর্বান্তে তুমি,
আমার চোখেচোখ রাখ ।


একটা ছোট স্বপ্ন,
            আর ভালবাসা।
তোমার পাঁজরে আমায়,
এ জনমের সাথে পরজনম
সাথী করে রেখ ।