যুদ্ধ বিদ্ধস্তের মত এই বিপর্যস্ত পৃথিবীতে,
আবার একটি প্রেমের কবিতা বা কাব্য লিখা হবে।
যেখানে আমি,তুমি, আমাদের ভালবাসায় ভরে,
স্বপ্ন গুলো সতেজতায় ডানা মেলে উঠবে।
শুধু অপেক্ষা তোমার ফিরার পানে,
মুখ ভরা বিজয়ের হাসিতে দুচরণ লিখব বলে।
বাতাসে মুখর পল্লবে পুষ্পের রংধনু ছোয়াতে,
এ ধরণী ভরে উঠবে বিধাতার সব রহমতের বলে।
দেখে নিও  সেদিন বেশি দূরে নয়,
এত আত্রের আহাজারিতে কেপে উঠা ভুমিতে।
কারো রাত জাগা দু'হাতের প্রার্থনায় রত অশ্রু,
তিনি ঠিকই গ্রহণ করে নিবেন ভালবাসাতে।