তুমি এস ফাগুনের হাওয়া হয়ে,
বসন্তের রোদেলা দুপুরে।
আলতো রোদ্র ভোরে পাখি হয়ে,
বাতায়নে ঘুম ও গুরে।
অবুঝ মন কখন পড়েছে,
যে প্রেমে তোমার।
দু'যুগের এ বসন্ত,
হোক না তোমার আমার।
মুখর এই বাতায়নে ফুটক,
একটা প্রনয়ের কলি।
দিন আসে রাত্র যায়,
যদি তোমায় বলি।
ভালবেসে কর আমায়,
তোমার হৃদয়ের ঘরণী।
বদলে দিও এক জীবনের,
পথও চলার ধরনী।
অল্প হোক না কথা,
মন বুঝে তোমার ব্যথা।
চোখের ভাষাতে আছে তোমার,
মায়াবী কত যে কথা।