মনও চায় এই বর্ষনে তার হাত ধরে হাটি,
পথেরও বাকে কচি কচি ঘাসে জলে ভাসে।
ঝিরিঝিরি বৃষ্টির ও ছন্দে মন আনন্দে,
তার ভেজা চুলে দিশেহারা হই আবেশে।
ভালবেসে কাছাকাছি দুহাত ভিজিয়ে দেখি,
তার আনমনে চাহনি আহা লাগে ভারি দুষ্টু।
চায়ের কাপে চুমুকে চুমুকে যদি হারায় কথা,
তার স্পর্শ ছোঁয়াতে দৃষ্টিতে পড়ে ঐ দৃষ্টি।
ঠোঁটে ঠোঁট লেগে ওঠে কেঁপে বুকের স্পন্দন,
এ যে ভারি বর্ষনে হাওয়ায় পত্র পল্লবও দুলে।
ফুলের সুভাষিত পবনে সে যে কানেকানে বলে,
ভালবাসি তোমায় হৃদয়ও চুপিচুপি বলে।
সকাল ১০:২৫
২৭/৬/১৯