গ্রহ নক্ষত্র ছাড়ি চাঁদ দিবে দেখা।
তারা ভেলায় চড়ে,আসবে সবার ঘরে।
রহমত,মাগফিরাত আর নাযাতের,
আশীর্বাদে আসলো সবার দ্বারে ।
সব খুশিতে মিলবে সবাই,
ভুলে যত দ্বিধা দ্বন্দ্ব।
এই দোয়াতে কবুল হবে,
আছে তোর যত ভাল মন্দ।
পড়বে সবাই নামায এ খুশিতে,
ভরবে জাহান হাসিতে।
রোজার শেষে এলো খুঁশির ঈদ,
দূর আকাশে ভাসলো বাঁকা চাঁদ।
তোরা কামাও সবাই রে নেকি,
এই রামজানে দিও না ফাকি ।
রোজ হাশরে হবে যে বিচার,
পাপী তাপী যদি না হয় মাফি।
এলো খুশির ঈদ এই বারতায়,
উম্মতে মুহাম্মদে এক হয়ে দাড়ায়।