আমি এত কিছু শোনতে চাই না
কিসের এত কমতি ছিল,
আমার ভুবনে।
কিসের এত সংকোচ ছিল,
ভাসিয়ে দেওয়া পবনে।
না কি সর্বদা একটা উপহাসের
পাত্র রইলাম মাত্র।
বন্ধু ভাবা তো অপরাধ নয়,
তবে কেন এমন হল জীবন ছত্র।
আমি তো চেয়েছি পাশাপাশি হাটতে,
অচেনা জগতে শুধু ছিনতে।
কেমন যেন হয়ে যাচ্ছে সব,
মনে হচ্ছে সব নয় অজান্তে।
ভালবাস পাওয়ার আশায় ,
এখনও বসে থাকি।
আসা হবে কি না জানি না,
তবুও স্বপ্ন বুনে রাখি।